COVID in India: আচমকা অনেকটাই কমে গেল দেশের দৈনিক সংক্রমণ, তবে ২৪ ঘণ্টায় কমল না মৃত্যু

গত ছ’দিন ধরে দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের বেশিই থাকছে। কিন্তু মঙ্গলবার তা নেমে এসেছে ৩০ হাজারের ঘরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭।

প্রায় চার দিন পর দৈনিক মৃত্যুর সংখ্যা সোমবার নেমেছিল ৫০০-র নীচে। মঙ্গলবারও তা ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪২২ জনের। কোভিডের জেরে মোট প্রাণ গেল ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫ জনের।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ায় দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। সাড়ে আট হাজারেরও বেশি কমেছে গত ২৪ ঘণ্টায়। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮ জন। ছ’দিন পর দেশের দৈনিক সংক্রমণের হার ২ শতাংশের নীচে নেমেছে।

গত কয়েকদিন ধরেই কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তা ১৩ হাজার ৯৮৪। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮৬৯-এ নেমেছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ (১,৫৪৬), তামিলনাড়ু (১,৯৫৭), কর্নাটক (১,২৮৫), অসম (১,২৭৫) এবং ওড়িশা (১,০৩২)। বাকি সব রাজ্যে আক্রান্তের সংখ্যা এক হাজারের কম। তবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সংক্রমণ পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.