পাঁচ দিন পর দেশের দৈনিক কোভিড সংক্রমণ নামল ৪০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১।
আক্রান্তের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২১৯ জনের। এ বছর ৩০ মার্চের পর দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম এত কম হল। অর্থাৎ প্রায় ছ’মাস পর ৩০০-র নীচে নামল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জন।
আক্রান্ত কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। পাঁচ মতো কমলেও তা চার লক্ষের বেশি রয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৪ হাজার ৮৭৪ জন। দেশের দৈনিক সংক্রমণের হারও আড়াই শতাংশের বেশি রয়েছে।