COVID in India: ১৩ দিন ফের ৪০০ ছাড়াল দেশের দৈনিক মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়ে ৩০,৫৭০


চার দিন পর দেশের দৈনিক কোভিড সংক্রমণ ৩০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন। গোটা অতিমারি পর্বে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫ জন।

আক্রান্তের পাশাপাশি দেশে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৩১ জন। ১৩ দিন পর দৈনিক মৃত্যু ফের ৪০০ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮ জনের।

তবে গত কয়েক দিন ধরে আক্রান্ত কম হওয়ায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা আবার নেমেছে সাড়ে তিন লক্ষের নীচে নেমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন।

রাজ্যগুলিতে আক্রান্তের সংখ্যা একই রকম রয়েছে। কেরলে ১৭ হাজার ৬৮১ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। মহারাষ্ট্রে (৩,৭৮৩), তামিলনাড়ুত (১,৬৫৮), অন্ধ্রপ্রদেশ (১,৪৪৫) এবং কর্নাটকে (১,১১৬) গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এরকমই। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অসমেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণ।তবে মিজোরামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০২ জন আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.