তিন ধরে ৩০ হাজারের নীচেই রয়েছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন। রবিবার এবং সোমবার দৈনিক আক্রান্ত ছিল ২৮ এবং ২৭ হাজারের ঘরে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন।
আক্রান্ত কমলেও গত মঙ্গলবার বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। এর মধ্যে কেরলে মারা গিয়েছেন ৯৯ জন। বাকি সব রাজ্যেই তা ৩০-এর নীচে। কিন্তু পুরনো মৃত্যুর হিসাবে যোগ করায় হরিয়ানায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২১ জনের।
সপ্তাহখানেক আগে বেড়ে গেলেও গত কয়েকদিন ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ১২ হাজারের বেশি কমেছে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ২০৭ জন।