দেশ জুড়ে ৩৭ লক্ষেরও বেশি স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন পেয়েছেন : স্বাস্থ্য মন্ত্রক

গোটা দেশে মাস ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৩৭ লক্ষেরও বেশি স্বাস্থ্য কর্মী এই ভ্যাকসিন পেয়েছেন। শনিবার এক বিবৃতি প্রকাশ করে এমনই তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ৬৮,৮৩০টি সেশনে কাজ হয়েছে বলে খবর।

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম দ্রুত গতির দেশ হিসেবে ভারত নিজেকে প্রমাণ করেছে। ৩০ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রাথমিক পর্যায়ের টার্গেট ছিল, যা পূরণ করতে পেরেছে কেন্দ্র সরকার।

এদিকে, দিন কয়েক আগেই নোভাভ্যাক্স করোনা ভ্যাকসিনের ছোট্ট ঘরোয়া ট্রায়ালের জন্য ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের (DCGI)-এর কাছে অনুমতি চেয়েছে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII)। সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা শুক্রবার এই কথা জানিয়েছেন। প্রসঙ্গত, নোভাভ্যাক্স যুক্তরাজ্যের পরীক্ষায় ইতিমধ্যেই ৮৯.৩% কার্যকর বলে প্রমাণিত হয়েছে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-6188723200992145&output=html&h=280&slotname=6598700195&adk=2564936913&adf=3494505339&pi=t.ma~as.6598700195&w=336&lmt=1612073901&rafmt=12&psa=1&format=336×280&url=https%3A%2F%2Fwww.kolkata24x7.com%2Fcovid-19-more-than-37-lakh-healthcare-workers-vaccinated-across-india-announces-ministry-of-health%2F&flash=0&wgl=1&dt=1612073901012&bpp=13&bdt=265&idt=289&shv=r20210127&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D40eeee728da31d95%3AT%3D1612073621%3AS%3DALNI_Mbye8Fx01R2ZhxFIltSry7bIs1JAA&prev_fmts=0x0%2C728x90%2C336x280&nras=1&correlator=4155646750902&frm=20&pv=1&ga_vid=2053313747.1594367788&ga_sid=1612073901&ga_hid=1080346875&ga_fc=0&u_tz=-480&u_his=4&u_java=0&u_h=864&u_w=1536&u_ah=824&u_aw=1536&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=226&ady=955&biw=1519&bih=666&scr_x=0&scr_y=0&eid=42530671%2C21068084%2C21068769%2C21068893%2C21069711&oid=3&pvsid=2539371006196458&pem=963&ref=https%3A%2F%2Fwww.kolkata24x7.com%2Fpm-on-republic-day-issue-in-mann-ki-baat%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C824%2C1536%2C666&vis=1&rsz=%7C%7CleEbr%7C&abl=CS&pfx=0&fu=8448&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=i7SJJ6B9a3&p=https%3A//www.kolkata24x7.com&dtd=297

নোভাভ্যাক্স ইতিমধ্যেই জানিয়েছে যে এই কোভিড-১৯ ভ্যাকসিন যুক্তরাজ্যের পরিচালিত একটি পরীক্ষায় ভাইরাস প্রতিরোধে ৮৯.৩% কার্যকর হয়েছে। ব্রিটেনে প্রথম আবিষ্কৃত আরও অত্যন্ত সংক্রামক ধরণের বিরুদ্ধে রক্ষা করতে প্রাথমিকভাবে এটি কার্যকর ছিল। নোভাভ্যাক্স ছয়টি অপারেটিং ম্যানুফ্যাকচারিং সাইটে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তারা এও জানিয়েছে যে সাতটি দেশের মোট আটটি প্ল্যান্টে প্রতি বছর ২ বিলিয়ন ডোজ উৎপাদন করতে সক্ষম এই সংস্থা। এর মধ্যে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াও রয়েছে।

উল্লেখ্য, কেরল ও মহারাষ্ট্রে এখনও ৪০ হাজারেরও বেশি অ্যাক্টিভ কেস রয়েছে। এরই প্রেক্ষিতে এখনও লকডাউন নিষেধাজ্ঞা থেকে বের হতে চাইছে না মহারাষ্ট্র সরকার। এক বিবৃতি জারি করে উদ্ধভ ঠাকরে সরকার জানিয়েছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন নিষেধাজ্ঞা জারি থাকবে রাজ্য জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.