পুলওয়ামার জঙ্গি হামলা উদযাপন করার অভিযোগে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ফৈজ রশিদকে ৫ বছরের কারাদণ্ড দিল আদালত। ঘটনার পর ভারতীয় সেনাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে রশিদ। শুধু তাই নয়, নোংরা মন্তব্য করে হিন্দুদের উদ্দেশ্যেও। পড়ুয়ার এই কীর্তিকে ‘মহান জাতির বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যা দেয় আদালত।
পুলওয়ামা হামলার পর রশিদ নিউজ চ্যানেলের পোস্টে গিয়ে কমেন্ট সেকশনে লেখে, ‘এক মুসলমান ৪০ পর ভারী পড় গয়া! কাশ্মীর কা হিরো আল্লাহ হু আকবর’, ‘ইয়ে তো মব লিঞ্চিং, রাম মন্দির, ২০০২-কা ছোট সা বদলা থা.. ট্রেলার সমঝনা কিউকি পিকচার অভি বাকি হ্যায় চু*‘, ‘হাউ ইজ দ্য খফ ইন্ডিয়ান আর্মি? ? ’, ‘গা ফটি? ’
আদালত বলে, ‘অভিযুক্ত কোনও অশিক্ষিত ব্যক্তি বা সাধারণ মানুষ নয়। অপরাধ সংঘটনের সময় সে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল। অথচ ফেসবুক অ্যাকাউন্টে উদ্দেশ্যমূলকভাবে ওই মন্তব্যগুলি করে। সেনার মৃত্যুতে সে খুশি হয়েছিল। এই হত্যাকাণ্ড উদযাপন করেছিল। তার এই কাজ দেখে মনে হয় সে ভারতীয় নয়। তাই অভিযুক্তের এই কাজ আমাদের মহান জাতির বিরুদ্ধে সংঘটিত জঘন্য একটি অপরাধ।’
এই মামলায় অভিযুক্ত বেঙ্গালুরু-ভিত্তিক একটি কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ফৈজ রশিদকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ২০১ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭ বা ইউএপিএ-র ১৩ নং ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হয়।