নাগরিকত্ব আইন নিয়ে এই মুহূর্তে সারা দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ। তারই মাঝে রবিবার আরএসএস প্রধান মোহন ভাগবত সুর চড়ালেন। ভাগবত জানান, আরএসএস কর্মীরা বলেন, এই দেশটি কেবল হিন্দুদের, তার মানে দেশের ১৩০ কোটি মানুষ হিন্দু।

বরেলি থেকে তিনি আরও জানিয়েছেন, সকলকে হিন্দু বলা মানে এই নয় সকলের ধর্ম বা ভাষা পরিবর্তন করতে হবে। হিন্দুত্ব অতি পবিত্র একটি বিষয় এবং আমরা সকলেই আমাদের প্রাচীন ইতিহাসের উপরে শ্রদ্ধাশীল।

তিনি আরও জানিয়েছেন এই দেশের সংবিধান রচনা করা হয়েছিল উজ্জ্বল ভবিষ্যতের কল্পনা করে। তিনি জানান সংবিধান পড়লে বুঝতে পারা যাবে ,যে প্রতিটি পৃষ্ঠাই দেশের জন্য অনুপ্রেরণা। সংবিধান আমাদের শুরু এবং লক্ষ্যর কথাও জানায় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ইজরায়েলের কাছ থেকে শিখতে হবে কিভাবে তারা তাদের স্বাধীনতার জন্য লড়াই করে, আজ বিশ্বের শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

আগেই আরএসএস প্রধান মোহন ভাগবত জানিয়েছিলেন, কাশী কিংবা মথুরা কোনও দিনই আরএসএসের ইস্যু ছিল না। আগামীদিনে এই দুটি বিষয় আরএসএসের ইস্যু হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তবে আগামী দিনে দুই সন্তান গ্রহণের আইন নিয়ে সংঘ পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মোহন। বৈঠকে আরএসএস প্রধান জানিয়েছেন, দুই সন্তান আইনের জন্য দেশজুড়ে সচেতনতা তৈরি করবে আরএসএস।

ভাগবত এদিন স্পষ্ট করে জানান, দেশের সম্পদ রক্ষা এবং তা সঠিক ভাবে ব্যবহারের জন্য জনসংখ্যা নীতি চালু করা প্রয়োজন। তিনি কোন নীতি কারও উপর চাপিয়ে দেননি। সেটা তার কাজ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.