স্কুলবাড়ি তৈরির টেন্ডার বিলিতে দুর্নীতি! পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সরব হলেন পঞ্চায়েত সমিতিরই এক তৃণমূল সদস্য। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর ১ পঞ্চায়েত সমিতিতে। প্রায় ২৫ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
পঞ্চায়েত সমিতিরই সভাপতি কোয়েল দাসের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুজাতা সাহা। তিনি বলেন, ‘গোপনে টেন্ডার ডাকা হয়েছে। ভবন সংস্কার ও বৈদ্যুতিক কাজকর্মের জন্য যাদের বরাত দেওয়া হয়েছে, তাদের অভিজ্ঞতা নিয়েও সংশয় রয়েছে। পঞ্চায়েত সমিতির সভাপতি ও কয়েকজন সদস্য মিলে সরকারি টাকা নয়ছয় করেছে’।
এর আগেও সরকারি টাকা তছরূপে নাম জড়িয়েছে কোয়েল দাসের। বনাত্রাণ বিলিতে দূর্নীতির অভিযোগে দীর্ঘদিন ফেরার ছিলেন তিনি। সম্প্রতি জামিন পেয়ে আবার ফিরেছেন এলাকায়। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে সরব বিরোধী শিবির। স্থানীয় বিজেপির দাবি, ‘রাজ্যজুড়ে দুর্নীতির খেলা চলছে। দলের লোকেরাই দলের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ আনছেন। আগামী নির্বাচনে মানুষ এর জবাব দেবে।’ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন কোয়েল।
জানা গেছেম ওই ব্লকের ৮টি প্রাথমিক স্কুল বাড়ি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলবাড়ি সংস্কারের পাশাপাশি বাড়িগুলিতে বৈদ্যুতিক কাজকর্মও করার আছে বেশ কিছু। পুরো কাজের জন্য বাজেট হিসেবে বরাদ্দ করা হয়েছে ২৫ লক্ষ টাকা। কিন্তু টেন্ডার ডাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে সরব হলেন তৃণমূল পঞ্চায়েত সদস্য।