ফ্রান্সে মোদী: দুর্নীতি-পরিবারতন্ত্র-লুঠ সব আটকে দিয়েছি

দুর্নীতিতে মামলায় সিবিআই হেফাজতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর গ্রেফতারি নিয়ে গত ৭২ ঘণ্টা ধরে তোলপাড় সর্বভারতীয় রাজনীতি। কিন্তু এ নিয়ে টু শব্দটিও করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি পৌঁছেছেন ফ্রান্সে। সেখানে প্রবাসী ভারতীয়দের একটি সভায় বললেন, দেখুন কেমন দুর্নীতি আটকে দিয়েছি। তাঁর কথায়, “মানুষের টাকা নিয়ে দুর্নীতি, স্বজনপোষণ আটকে দিয়েছি। রুখে দিয়েছি লুঠ। বন্ধ করেছি সন্ত্রাসবাদী কার্যকলাপ।”

আরও বেশি আসন নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদী। তাই যেন আরও বেশি আত্মবিশ্বাসী। দ্বিতীয়বার সরকার গঠনের পর প্রথম ফ্রান্স সফরে গিয়েছেন মোদী। শুক্রবার প্যারিসে ইউনেসকোর সদর কার্যালয়ে ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই যে ভারতবর্ষ এখন সামনের দিকে টগবগ করে ছুটছে, এটা মোদীর জন্য নয়। এর কৃতিত্ব ভারতবর্ষের তামাম জনতার। যাঁরা মোদীকে দায়িত্ব দিয়েছেন।”

ফ্রান্সে থাকা ভারতীয়দের বিপুল জমায়েতে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “৭৫ দিন হয়েছে নতুন সরকার এসেছে। কিন্তু এর মধ্যে আপনারা দেখেছেন বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদের কাজে রেকর্ড হয়েছে। ১০০ দিনে মাইলফলক তৈরি হবে।” তিনি বলেন, “একটা নতুন সরকার এলে ৫০-৭৫ দিন কেটে যায় পরিকল্পনা নিতে নিতে আর আর অভিনন্দন দেওয়া নেওয়া করতে করতে। কিন্তু প্রথম দিন থেকে এই সরকার গতিতে চলছে। আমরা বোঝাতে চাই, ইন্ডিয়া মিনস বিজনেস।”

জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নিয়েছে কেন্দ্র। উঠে গিয়েছে ৩৭০ ধারা। সে নিয়ে ফ্রান্সের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “৭০ বছর ধরে একটা জিনিসকে ‘টেম্পোরারি’ বলে রেখে দেওয়া হয়েছিল। এখন আর ভারতের কোনও জায়গায় ‘টেম্পরারি’ বলে কিছু নেই। আমরা সামনের দিকে এগোতে চাই। যত দ্রুত সম্ভব আমাদের লক্ষ্যে পৌঁছতে চাই।”

পাঁচ দিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। ফ্রান্স থেকেই যাবেন সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহারিনে। তারপর আবার জি-৭ সম্মেলনের জন্য প্যারিস হয়ে আগামী সোমবার দেশে ফেরার কথা তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.