একদিনে ভারতে করোনা আক্রান্ত ৫৭ হাজার, রেকর্ড সংক্রমণ দেশে

একদিনে ফের করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের নতুন রেকর্ড গড়ল ভারত(India)। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৫৭,১১৮ জন। মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে ১ অগস্ট সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৯৫,৯৮৮। এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৬,৫১১ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১০,৯৪,৩৭৪ জন। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৫,৬৫,১০৩। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬,৫৬৯ জন। ভারতে এখন সুস্থতার হার ৬৪.৫৩ শতাংশ। আর মৃত্যুহার ২.১৫ শতাংশ।

কেন্দ্রীয় সরকারের মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, ‘‘সারা দেশে ১০ লক্ষেরও বেশি মানুষ কোভিড থেকে সেরে উঠেছেন। সুস্থের সংখ্যাটা এখন ১০,৫৭,৮০৫। সব মিলিয়ে দুই-তৃতীয়াংশের বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। সুস্থতার হার পৌঁছে গিয়েছে ৬৪.৫৪ শতাংশে। মৃত্যুহার কমতে কমতে এসে দাঁড়িয়েছে ২.১৮-এ। রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে ২১ দিনে।’’ তাঁর আরও দাবি, “০.২৭ শতাংশ রোগী ভেন্টিলেটরে এবং ১.৫৮ শতাংশ রোগী আইসিইউ-এ রয়েছেন। অক্সিজেন লাগছে মাত্র ২.২৮ শতাংশের।”

আনলক শুরু হওয়ার পর থেকেই দেশে লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেই ধারা এখনও অব্যাহত। একদিনেই নতুন করে আক্রান্ত হলেন ৫৭ হাজারের বেশি মানুষ। ফলে মোট আক্রান্ত প্রায় ১৭ লক্ষ। তবে, আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। এখনও পর্যন্ত প্রায় ১১ লক্ষ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.