সদ্য সমাপ্ত অক্টোবর মাসে প্রায় ৩০ শতাংশ কমল দেশের করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ। গতমাসে দেশে মোট করোনার কবলে পড়েছিলেন ১৮.৩ লক্ষ মানুষ। যা সেপ্টেম্বর মাসে ছিল ২৬.২ লক্ষ। এক মাসেই প্রায় ৩০ শতাংশ কমে গেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মার্চ মাসের পর এই প্রথম কোনও মাসে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা এতটা কমল। শুধু আক্রান্ত নয়, গতমাসে মৃতের সংখ্যাটাও কমেছে প্রায় ২৯ শতাংশ।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬,৯৬৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ লক্ষ ৮৪ হাজার ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাও কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৭০ জনের।