করোনা-সংক্রমণ ৬৪ লক্ষ ছুঁইছুঁই, ভারতে মৃত্যু বেড়ে ৯৯,৭৭৩

ভারতে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ৬৪-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৩,৯৪,০৬৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৯৫ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮১,৪৮৪ জন। স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যাও, মোট আক্রান্তের ৮৩.৭০ শতাংশ করোনা-রোগী সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৯,৭৭৩ জন এবং মোট সংক্রমিত ৬৩,৯৪,০৬৯ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫৩,৫২,০৭৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৪২ হাজার ২১৭।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৯৯,৭৭৩ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৮৬৯ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৬ জন, অসমে ৭১১ জন, বিহারে ৯০৪ জনের, চন্ডীগড়ে ১৬৪ জন, ছত্তিশগড়ে ৯৮৬ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৪০১ জনের, গোয়া ৪৪০ জন, গুজরাটে ৩,৪৬০ জনের, হরিয়ানায় ১,৪০২ জনের, হিমাচল প্রদেশে ১৯৫ জনের, জম্মু-কাশ্মীরে ১,১৯৮, জনের, ঝাড়খণ্ডে ৭২১ জনের, কর্ণাটকে ৮,৯৯৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৭৭১ জন, লাদাখে ৬১ জন, মধ্যপ্রদেশে ২,৩৩৬ জন, মহারাষ্ট্রে ৩৭,০৫৬ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৬৮ জন, মেঘালয়ে ৫১ জন, নাগাল্যান্ডে ১৭ জন, ওডিশায় ৮৫৯ জনের, পুদুচেরিতে ৫২৫ জন, পঞ্জাবে ৩,৪৫১ জন, রাজস্থানে ১,৫০০ জনের, সিকিমে ৩৯ জন, তামিলনাড়ুতে ৯,৫৮৬ জন, তেলেঙ্গানায় ১,১৪৫ জন, ত্রিপুরায় ২৮৬ জন, উত্তরাখণ্ডে ৬২৫ জন, উত্তর প্রদেশে ৫,৮৬৪ জন এবং পশ্চিমবঙ্গে ৫,০১৭ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৬ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮৩.৭০ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৪.৭৪ শতাংশ রোগী।
ভারতে ৭.৬৭ কোটির উর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৮৩.৭০ শতাংশ   
দৈনিক কোভিড-১৯ পরীক্ষা ফের কিছুটা নিম্নমুখী ভারতে! বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.৯৭ লক্ষেরও বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৭.৬৭ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৯৭,৯৪৭টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত সমগ্র দেশে ৭,৬৭,১৭,৭২৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.