ভারতে কোভিড-১৯ ভাইরাসের দাপট বাড়ছেই। বাড়তে বাড়তে ভারতে ৪৪ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪৩,৭০,১২৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,১১৫ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৯,৭০৬ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৭৩,৮৯০ জন এবং মোট সংক্রমিত ৪৩,৭০,১২৯ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৩,৯৮,৮৪৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৯৭ হাজার ৩৯৪।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৭৩,৮৯০ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫০ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৪,৫৬০ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৯ জন, অসমে ৩৭৮ জন, বিহারে ৭৬৫ জনের, চন্ডীগড়ে ৭৮ জন, ছত্তিশগড়ে ৪০৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৬১৮ জনের, গোয়া ২৫৬ জন, গুজরাটে ৩,১৩৩ জনের, হরিয়ানায় ৮৫৪ জনের, হিমাচল প্রদেশে ৬০ জনের, জম্মু-কাশ্মীরে ৮১৫ জনের, ঝাড়খণ্ডে ৪৯৬ জনের, কর্ণাটকে ৬,৬৮০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩৭২ জন, লাদাখে ৩৫ জন, মধ্যপ্রদেশে ১,৬০৯ জন, মহারাষ্ট্রে ২৭,৪০৭ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৩৯ জন, মেঘালয়ে ১৭ জন, নাগাল্যান্ডে ১০ জন, ওডিশায় ৫৬৯ জনের, পুদুচেরিতে ৩৩৭ জন, পঞ্জাবে ১,৯৯০ জন, রাজস্থানে ১,১৬৪ জনের, সিকিমে ৭ জন, তামিলনাড়ুতে ৮,০১২ জন, তেলেঙ্গানায় ৯১৬ জন, ত্রিপুরায় ১৬১ জন, উত্তরাখণ্ডে ৩৬০ জন, উত্তর প্রদেশে ৪,০৪৭ জন এবং পশ্চিমবঙ্গে ৩,৬৭৭ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৬৯ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৭.৭৭ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২০.৫৩ শতাংশ মানুষ।
২৪ ঘন্টায় ১১.৫৪ লক্ষ, ভারতে ৫.১৮ কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষাদৈনিক কোভিড-১৯ স্যাম্পেল পরীক্ষায় ফের সর্বোচ্চ রেকর্ড ভারতে। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১১,৫৪,৫৪৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৫.১৮ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এযাবৎ দেশে ৫,১৮,০৪,৬৭৭টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। বুধবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারাদিনে) ভারতে ১১,৫৪,৫৪৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৫,১৮,০৪,৬৭৭টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ভারতে দৈনিক করোনা-পরীক্ষার সংখ্যা অনেকটাই স্বস্তিদায়ক।
2020-09-09