৫৩-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৮৫,৬১৯

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ ভারতে বেড়েই চলেছে। ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ৫৩-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৩,০৮,০১৫-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় ( শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,২৪৭ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৩,৩৩৭ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮৫,৬১৯ জন এবং মোট সংক্রমিত ৫৩,০৮,০১৫ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪২,০৮,৪৩২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ লক্ষ ১৩ হাজার ৯৬৪।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৮৫,৬১৯ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,২৪৪ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৩ জন, অসমে ৫৪০ জন, বিহারে ৮৫৯ জনের, চন্ডীগড়ে ১১৩ জন, ছত্তিশগড়ে ৬৪৫ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৯০৭ জনের, গোয়া ৩৩৫ জন, গুজরাটে ৩,২৮৬ জনের, হরিয়ানায় ১,০৯২ জনের, হিমাচল প্রদেশে ১১১ জনের, জম্মু-কাশ্মীরে ৯৬৬ জনের, ঝাড়খণ্ডে ৬০২ জনের, কর্ণাটকে ৭,৮০৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৫০১ জন, লাদাখে ৪৮ জন, মধ্যপ্রদেশে ১,৯০১ জন, মহারাষ্ট্রে ৩১,৭৯১ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৫২ জন, মেঘালয়ে ৩২ জন, নাগাল্যান্ডে ১৫ জন, ওডিশায় ৬৮২ জনের, পুদুচেরিতে ৪৬২ জন, পঞ্জাবে ২,৭০৮ জন, রাজস্থানে ১,৩০৮ জনের, সিকিমে ২৪ জন, তামিলনাড়ুতে ৮,৬৮৫ জন, তেলেঙ্গানায় ১,০২৫ জন, ত্রিপুরায় ২৩৫ জন, উত্তরাখণ্ডে ৪৬৪ জন, উত্তর প্রদেশে ৪,৮৬৯ জন এবং পশ্চিমবঙ্গে ৪,২৪২ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৬১ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৯.২৮ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১৯.১০ শতাংশ মানুষ।
ভারতে ৬.২৪ কোটির ঊর্ধ্বে করোনা-পরীক্ষা, ২৪ ঘন্টায় ৮.৮১ লক্ষ
ক্রমাগত বাড়তে বাড়তে ভারতে ৬.২৪ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। একইসঙ্গে ভারতে ফের অনেকটাই নিম্নমুখী দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ৮,৮১,৯১১টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত দেশে ৬,২৪,৫৪,২৫৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) ভারতে ৮,৮১,৯১১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৬,২৪,৫৪,২৫৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সারাদিনে ভারতে ১০,০৬,৬১৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছিল। ভারতে গত কয়েকদিন ধরে কমেই চলেছে করোনা-পরীক্ষা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.