দেশে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। বুধবারের তুলনায় বৃহস্পতিবার ১৪ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। অবশ্য দেশে এক দিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.১৭ শতাংশ। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৩৮ শতাংশ।
আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৫৬৭ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৮ লক্ষ ১৭ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ কোটি ৬৮ লক্ষ ১৭ হাজার ২৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় ৮৬ লক্ষ ৫১ হাজার ৭০১ জনকে টিকা দেওয়া হয়েছে দেশে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৭১ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৪২৮ টিকা দেওয়া হয়েছে।