দেশে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা আগের দিনের থেকে কমলেও তা ৪৫ হাজারের গণ্ডি পার করল। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪০০-র বেশি কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮৩ জনের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়েছে। শনিবারের বুলেটিনে নতুন আক্রান্তের সংখ্যা ৪৬ হাজারের বেশি ছিল।
দৈনিক সংক্রমণ সামান্য নিম্নমুখী হলেও কেরলের পরিসংখ্যান ঘিরে উদ্বেগ বাড়ছে। গত পাঁচ দিনে প্রায় দেড় লক্ষ নতুন সংক্রমণ ধরা পড়েছে ওই রাজ্যে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কেরলে ৩১ হাজার ২৬৫ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণে রাশ টানতে সোমবার থেকে ফের রাত্রিকালীন কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার।
দেশের অন্যান্য রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে ৪ হাজার ৮৩১ জনের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সেই সঙ্গে কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে নতুন আক্রান্তের সংখ্যা হাজারের বেশি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৬৮ হাজার ৫৫৮।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৪ লক্ষ ৩৭ হাজারেরও বেশি কোভিড রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত ৪৬০ জনের মধ্যে শুধুমাত্র কেরলেই মারা গিয়েছেন ১৫৩ জন।