আবারও একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ভারতে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৫,৭৬০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতে এর আগে একদিনে এত বেশী সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হননি। যার জেরে দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াল ৩৩ লক্ষ ১০ হাজার ২৩৪ জন। গত ২০ দিন দৈনিক সংক্রমণ ৬০ হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল। কোনওদিন তা ৬৮-৬৯ হচ্ছিল, তো কোনওদিন ৬০-৬১ হাজার। একদিনে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৮.১৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ২৪ হাজার ৯৯৮ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩ জনের। এ নিয়ে দেশে মোট ৬০ হাজার ৪৭২ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২৩ হাজার ৮৯ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৬ হাজার ৮৩৯ জন। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। দেশের রাজধানীতে সংখ্যাটা ৪ হাজার ৩৪৭ জন। অন্ধ্রপ্রদেশ (৩,৫৪১), উত্তরপ্রদেশ (৩,১৪৯), পশ্চিমবঙ্গ (২,৯৬৪), গুজরাত (২,৯৪৫) মৃত্যু তালিকায় উপরের দিকে রয়েছে। মধ্যপ্রদেশেও মোট মৃত্যু ১,২০০ ছাড়িয়ে বেড়ে চলেছে। এর পর তালিকায় রয়েছে পাঞ্জাব, রাজস্থান, তেলঙ্গানা, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ়, গোয়া-র মতো রাজ্যগুলি।