দেশজুড়ে দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে কোভিড-১৯ নভেল করোনাভাইরাস| এবার জম্মুতেও করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ল| করোনাভাইরাস-আতঙ্কে আগামী ৩১ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের জম্মু ও সাম্বা জেলায় সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন| এছাড়াও জম্মু ও কাশ্মীরে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত বায়ো মেট্রিক উপস্থিতিও সাসপেন্ড করা হয়েছে|শনিবার সকালে জম্মু ও কাশ্মীর সরকার জানিয়েছে, জম্মুতে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে দু’জনের নমুনা রিপোর্ট মিলেছে| ওই দু’জনের শরীরে করোনাভাইরাস উপস্থিতির সম্ভাবনা প্রবল| দু’জনকেই আইসোলেশনে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল| চিকিত্সকদের পরামর্শ অবজ্ঞা করেই হাসপাতাল থেকে চলে গিয়েছিল তাঁরা, দু’জনকেই ফিরিয়ে আনা হয়েছে|করোনা-হানায় এবার ত্রস্ত জম্মু ও কাশ্মীর| সংক্রমণ রুখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৩১ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের জম্মু এবং সাম্বা জেলায় সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন| জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি (প্ল্যানিং) রোহিত কানসাল জানিয়েছেন, ‘আগামী ৩১ মার্চ পর্যন্ত জম্মু ও সাম্বা জেলায় সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ থাকবে| সমস্ত বায়ো মেট্রিক উপস্থিতিও ৩১ মার্চ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে|’
2020-03-07