ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৫৮-এ। সোমবার পর্যন্ত ছিল নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮, মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫৮। ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া এই নয়া স্ট্রেনের করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপ করেছে ভারত সরকার। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের সূত্র ধরে কন্ট্যাক্ট ট্রেসিং করা হচ্ছে। পরিবার, সহযাত্রী থেকে শুরু করে প্রায় সকলকেই পরীক্ষা করা হচ্ছে নতুন স্ট্রেনের ভাইরাসের সন্ধানে।
তা সত্বেও সংক্রমণ রোখা যাচ্ছে না। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে করোনাভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ৫৮-তে পৌঁছে গিয়েছে। অর্থাৎ বিগত ২৪ ঘন্টায় ভারতে আরও ২০ জনের শরীরে নতুন স্ট্রেনের সন্ধান মিলেছে। উল্লেখ্য, ব্রিটেনে উদ্ভুত করোনাভাইরাসের নতুন প্রজাতি এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে ভারত, ডেনমার্ক, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন-সহ অনেকগুলি দেশে।
2021-01-05