ভারতে ফের কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে (Novel coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ল। শুক্রবার দুপুরে আক্রান্তের সংখ্যা ৭২৪-এ গিয়ে ঠেকেছে। সুস্থ হয়েছেন ৬৬ জন, মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭-তে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে রোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২৪-এ পৌঁছেছে। তাঁদের মধ্যে ৪৭ জন রোগী বিদেশি। চিকিৎসার পর সুস্থ হয়েছেন ৬৬ জন। ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, আন্দামান ও নিকোবর-এ আক্রান্ত একজন, অন্ধ্রপ্রদেশে একজন, বিহারে ৬ জন, ছত্তিশগড়ে ৭ জন, দিল্লিতে ৩৫ জন, গোয়ায় ৩ জন, গুজরাটে ৪২ জন, হরিয়ানায় ১৬ জন, হিমাচল প্রদেশে ৩ জন, কর্ণাটকে ৫৫ জন, কেরলে ১২৯ জন, মধ্যপ্রদেশে ২০ জন, মহারাষ্ট্রে ১২৭ জন, মণিপুরে একজন, মিজোরামে একজন, ওডিশায় দু’জন, পুদুচেরিতে একজন, পঞ্জাবে ৩৩ জন, রাজস্থানে ৩৯ জন, তামিলনাড়ুতে ২৩ জন, তেলেঙ্গানায় ৩৫ জন, চন্ডীগড়ে ৭ জন, জম্মু-কাশ্মীরে ১৩ জন, লাদাখে ১৩ জন, উত্তর প্রদেশে ৪০ জন, উত্তরাখন্ডে ৪ জন এবং পশ্চিমবঙ্গে ১০ জন।