করোনা ভাইরাসে আতঙ্ক গোটা বিশ্ব। গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) করোনা ভাইরাসকে বিশ্ব মহামারির আখ্যা দিয়েছে। ভারতেও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এবার পূর্ব ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেল।
সোমবার ওড়িশার ৩৩ বছরের এক যুবকের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে। এই কথাটি ওড়িশা সরকারের COVID-19-এর মুখপাত্র সুব্রত বাগচী জমিয়েছেন। জানা গিয়েছে, ওই যুবক গত ৬ তারিখ ইতালি থেকে দিল্লি ফিরেছিলেন ওই যুবক। তারপর তাঁকে কোয়ারেন্টেশনে রাখা হয়েছিল। ১২ তারিখ তিনি ভুবনেশ্বর ফেরেন। পরের দিন তাঁর শরীরে করোনা ভাইরাস উপস্থিতির লক্ষন দেখা দেয় তাঁর শরীরে।
১৪ তারিখ তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং রক্তপরীক্ষা করানো হয়। রবিবার রিপোর্টে করোনা ভাইরাসে নেগেটিভ দেখা যায়। তবে ভুবনেশ্বর রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার-এর নতুন রিপোর্ট হাতে পেয়ে হাসপাতাল কতৃপক্ষ জানায়, ওই ব্যক্তি করোনা পসিটিভ। আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে ওই যুবককে।
কয়েক ঘন্টার ব্যবধানে দুটি রিপোর্টে ২ ধরবে রেসাল্ট আসায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ওই যুবকের আত্মীয়রা। যুবকের আত্মীয়দেরও শারীরিক পরীক্ষা হবে। ওই যুবকের সঙ্গে যারা একই বিমানে বা ট্রেনে ওড়িশা ফিরেছিলেন, তাঁদের খোঁজ চালাচ্ছে ওড়িশা পুলিশ।