কলকাতায় একদিনেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৭৫৫ জন৷ সেই তুলনায় আক্রান্তের সংখ্যা কম৷ গত ২৪ ঘন্টায় শুধু কলকাতাতেই আক্রান্ত ৫৮৩ জন৷ কলকাতাকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এল উত্তর ২৪ পরগণা৷ ওই জেলায় আক্রান্ত ৭৪৭ জন৷
বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,কলকাতাতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১ জনের৷ বুধবারও এই একই সংখ্যা ছিল৷ মঙ্গলবার ছিল ১৭ জন৷ সোমবার ছিল ২৩ জন৷ তবে শুধু কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১৩২ জনের৷
এছাড়া কলকাতাতে একদিনে আক্রান্ত হয়েছেন ৫৮৩জন৷ বুধবার ছিল ৬৬৬ জন৷ মঙ্গলবার ছিল ৬০০ জন৷ ফলে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৪ হাজার ৭১৬ জন৷
তথ্য অনুযায়ী, একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমেছে৷ গত ২৪ ঘন্টায় ১৮৩ জন কমে মোট সংখ্যাটা হয়েছে ৬,২৩৮ জন৷ বুধবার ছিল ৬,৪২১ জন৷ মঙ্গলবার ছিল ৬,৩৭১ জন৷
একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৭৫৫ জন৷ বুধবার ছিল ৬০৫ জন৷ মঙ্গলবার ছিল ৬৩৬ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৭ হাজারের বেশি৷ তথ্য অনুযায়ী, ২৭ হাজার ৩৪৬ জন৷
বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,বাংলায় একদিনে মৃতের সংখ্যা ৫৩ জন৷ বুধবারও এই সংখ্যাটা ছিল ৫৩ জনে৷ কিন্তু মঙ্গলবার ছিল ৫৫ জন৷ তবে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,৬৩৪ জন৷
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,১৯৭ জন৷ বুধবার ছিল ৩,১৬৯ জন৷ অর্থাৎ একদিনের হিসেবে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা৷ মঙ্গলবার ছিল ৩,১৭৫ জন৷ এই পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ২৯ হাজার ১১৯ জন৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও বেড়ে হয়েছে ২৭ হাজার ৬৯৬ জন৷ একদিনে বেড়েছে মাত্র ১৮ জন৷
একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩,১২৬ জন৷ এটাই একদিনে সর্বোচ্চ সুস্থ হয়ে উঠার সংখ্যা৷ বুধবার ছিল ২,৯৭৩ জন৷ মঙ্গলবার ছিল ২,৯৮৭ জন৷ সোমবার ছিল ২,৯৩২ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯৮ হাজার ৭৮৯ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৭৬.৫১ শতাংশ৷ বুধবার ছিল ৭৫.৯৭ শতাংশ৷ মঙ্গলবার ছিল ৭৫.৫১ শতাংশ৷ অর্থাৎ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷