রোনা মোকাবিলায় অধিকমাত্রায় টেস্ট জরুরি। তবেই দ্রুত সংক্রমিতকে শনাক্ত করা যাবে ও তাঁর থেকে সংক্রমণ ছড়ানো রেধ করা যাবে। তবে বর্তমানে যে কিটগুলিতে দেশে করোনা পরীক্ষা হয়, তার রিপোর্ট মিলতে বেশ খানিকটা সময় চলে যায়।
সেই কারণেই এবার করোনার অত্যাধুনিক র্যাপিড টেস্ট কিট তৈরির লক্ষ্য নিয়েছে ভারত এবং ইজরায়েল। মাত্র ৩০ সেকেন্ডেই মিলবে করোনাভাইরাস পরীক্ষার ফল।
ভারত-ইজরায়েলের যৌথভাবে এই র্যাপিড টেস্ট কিট তৈরির কথা জানানো হয়েছে ইজরায়েল দূতাবাসের তরফে।
‘কয়েক সপ্তাহের মধ্যেই ভারত এবং ইজরায়েলের করোনা-বিরোধী অভিযানে নেতৃত্ব দেবে। ইজরায়েলের বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রক এই অভিযানে সামিল থাকবে।’ টুইটে ইজরায়েল দূতাবাসের তরফে একথা জানানো হয় বৃহস্পতিবার।
এরই পাশাপাশি ইজরায়েল দূতাবাস অন্য একটি টুইটে জানায়, ‘বিশেষ বিমানে দিল্লি আসবেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের কর্তা এবং গবেষকরা।
ভারতের বিজ্ঞানী কে বিজয় রাঘবন ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে র্যাপিড টেস্ট কিট তৈরি করা হবে। মাত্র ৩০ সেকেন্ডেরও কম সময়ে ওই কিটের মাধ্যমে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে।’
ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার লাগামছাড়াও সংক্রমণে উদ্বেগ চরমে। দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ।গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৩১০ জন।
মৃত্যু হয়েছে আরও ৭৪০ জনের। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লক্ষ ৬৮ হাজার ৯৪৫। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৩০ হাজার ৬০১।