বাড়তে বাড়তে ভারতে ৬.৫৩ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা (Corona-test)। একইসঙ্গে ভারতে ফের খানিকটা বাড়ল দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ৯.৩৩,১৮৫টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত দেশে ৬,৫৩,২৫,৭৭৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) ভারতে ৯,৩৩,১৮৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৬,৫৩,২৫,৭৭৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর আগে রবিবার সারাদিনে ভারতে ৭.৩১ লক্ষ করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছিল। ভারতে কখনও বাড়ছে, কখনও আবার কমছে করোনা-পরীক্ষা।
2020-09-22