হটস্পট এলাকার প্রতিটি ঘরেই হোক করোনা-পরীক্ষা, আর্জি সুপ্রিম কোর্টে

ভারতে(india) কোভিড-১৯ (covid-19)ভাইরাসের সংক্রমণ রুখতে এবং প্রতিটি হটস্পট শহরের বাড়ি-বাড়িতে পরীক্ষা, আক্রান্ত রোগীকে শনাক্তকরণ ও পরীক্ষা জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হোক, শুক্রবার সুপ্রিম কোর্টে এমনই আবেদন জমা পড়ল।
লকডাউন (lockdown)লাগু থাকা সত্বেও ভারতে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস(corona virus)। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা। করোনার প্রকোপে ত্রস্ত সমগ্র ভারতবাসী। এমতাবস্থায় হটস্পট শহরের বাড়ি-বাড়িতে যাতে পরীক্ষা করা হয়, এমনই আবেদন জমা পড়ল শীর্ষ আদালতে। আবেদন উল্লেখ, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রুখতে এবং প্রতিটি হটস্পট শহরের বাড়ি-বাড়িতে পরীক্ষা, আক্রান্ত রোগীকে শনাক্তকরণ-পরীক্ষা জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.