ভারতে করোনা সংক্রমণের সংখ্যা এখনও উদ্বেগজনক। ইতিমধ্যেই ৪০ লক্ষের মাত্রা ছাড়িয়েছে ভারত। আমেরিকা ও ব্রাজিলের পরই ভারতের নাম উঠে এসেছে। এরই মধ্যে নতুন উদ্বেগের কথা বললেন এইমস চিফ ড. রণদীপ গুলেরিয়া।
‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ভারতের কোনও কোনও জায়গায় করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে।
সেকেন্ড ওয়েভের প্রশ্নে তিনি জানান, ভারতের কোনও কোনও জায়গায় সেকেন্ড ওয়েভ দেখা গিয়েছে। নতুন করে আক্রান্তের হার বাড়ছে সেসব জায়গায়। আর তার কারণ কী হতে পারে, সেকথাও উল্লেখ করেছেন তিনি।
ড. গুলেরিয়া বলেন, এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথম টেস্টিং অনেক বাড়ানো হয়েছে। প্রত্যেকদিন প্রায় ১০ লক্ষ টেস্টিং হচ্ছে, ফলে, যেসব জায়গায় বেশি টেস্টিং হচ্ছে, সেখানে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
পাশাপাশি সাধারণ মানুষের সতর্কতার অভাবের কথাও উল্লেখ করেন। বলেন, প্রথম দিকে মানুষ যে সতর্কতা অবলম্বন করছিল, এখন আর তা করছে না। অনেকেই ধৈর্য হারিয়েছে। দিল্লির অনেক জায়গায় মানুষ মাস্ক পরছে না, ভিড় বা জমায়েত তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
একইসঙ্গে ড. গুলেরিয়া মনে করছেন, ২০২১-এর প্রথম দিক পর্যন্ত চলবে এই অতিমারীর প্রভাব। তবে আগামী বছরে সংক্রমণের সংখ্যা কিছুটা কমবে বলে মনে করেন তিনি। তবে আগামী বছরেই এই অতিমারীর শেষ দেখছেন তিনি।
করোনা ভ্যাক্সিন প্রসঙ্গে তিনি জানিয়েছে, ভারতে তিনটি ভ্যাক্সিনের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ভ্যাক্সিন কতটা নিরাপদ ,সে ব্যাপারে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। রাশিয়ার ভ্যাক্সিন প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে খুব কম সংখ্যক মানুষের উপর ট্রায়াল হয়েছে।