দিন যত যাচ্ছে করোনার ত্রাসও বাড়ছে। নিজের রেকর্ড নিজেই প্রতিদিন ভাঙছে ভয়ঙ্কর ভাইরাস করোনা। ভারতে (india)গত এক দিনে প্রতি ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। গত চার দিনে প্রতি ঘন্টায় করোনা ভাইরাসে (corona virus)আক্রান্ত হয়েছে ১১০ জন।
রবিবার দুপুর পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩০১। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৮৭৪৪ । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৬৩২। কিন্তু গত চার দিনে এই মারণ ভাইরাসে আক্রান্ত এবং মৃতের যে পরিসংখ্যান উঠে তা রীতিমতো উদ্বিগ্ন হবার মতো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেওয়া তথ্য বলছে গত চারদিনে দেশে আক্রান্ত হয়েছে ১৯ হাজারেরও বেশি মানুষ। অর্থাৎ প্রতি ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১০জন মানুষ।একই হারে বেড়েছে মৃতের সংখ্যা। গত এক দিনে মৃত্যু হয়েছে ৮৩ জনের। অর্থাৎ একদিনে প্রতি ঘন্টায় মৃত্যু হয়েছে তিনজনের।
এখনো পর্যন্ত সারাদেশে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। সেখানে ১২ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত। এর পরেই রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ২৬২ জনের।