দেশে আনলক ওয়ান পর্বের মধ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে উদ্বেগ বাড়ছে সকলেরই। এখনও পর্যন্ত দেশে ৫লক্ষ ২৮হাজার ৮৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৬হাজার ৯৫জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭১১ জন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২৯ জনের। এই পরিস্থিতিতে আগামী ১২ আগস্ট পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা বাতিল করেছে রেল মন্ত্রক। যদিও বিশেষ ট্রেন যেমন চলছিল, তেমনই চলবে। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
সকাল ৯.৪০: ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৯০৬ জনের শরীরেব মিলল করোনা ভাইরাসের সন্ধান। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ২৮ হাজার ৮৫৯ জন। করোনার আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪১০ জন। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬ হাজার ৯৫ জন।
সকাল ৯.০০: রবিবার সম্পূর্ণ লকডাউনের জেরে কেরলে কোয়াট্টামে থমথমে রাস্তা।
সকাল ৮.০০: আনলক ওয়ানের ২০ দিন পর রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।