করোনা-সংক্রমণ ৩১ লক্ষের বেশি, ভারতে মৃত্যু বেড়ে ৫৭,৫৪২

বাড়তে বাড়তে ভারতে ৩১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ, একলাফে অনেকটাই বাড়ল মৃত্যুর সংখ্যা। সুস্থতার সংখ্যা বেড়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩১,০৬,৩৪৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১,৪০৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৭,৪৬৮ জন।সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৭,৫৪২ জন এবং মোট সংক্রমিত ৩১,০৬,৩৪৯ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৩,৩৮,০৩৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৭৭১।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৫৭,৫৪২ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৩,২৮২ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৫ জন, অসমে ২৪২ জন, বিহারে ৫১১ জনের, চন্ডীগড়ে ৩৭ জন, ছত্তিশগড়ে ১৯৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৩০০ জনের, গোয়া ১৪৪ জন, গুজরাটে ২,৮৯৫ জনের, হরিয়ানায় ৬০৩ জনের, হিমাচল প্রদেশে ২৯ জনের, জম্মু-কাশ্মীরে ৬১৭ জনের, ঝাড়খণ্ডে ৩১২ জনের, কর্ণাটকে ৪,৬৮৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২২৩ জন, লাদাখে ২৩ জন, মধ্যপ্রদেশে ১,২২৯ জন, মহারাষ্ট্রে ২২,২৫৩ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ২২ জন, মেঘালয়ে ৮ জন, নাগাল্যান্ডে ৯ জন, ওডিশায় ৪০৯ জনের, পুদুচেরিতে ১৫৯ জন, পঞ্জাবে ১,০৮৬ জন, রাজস্থানে ৯৫৫ জনের, সিকিমে ৩ জন, তামিলনাড়ুতে ৬,৫১৭ জন, তেলেঙ্গানায় ৭৬১ জন, ত্রিপুরায় ৭৩ জন, উত্তরাখণ্ডে ২০০ জন, উত্তর প্রদেশে ২,৯২৬ জন এবং পশ্চিমবঙ্গে ২,৭৯৪ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮৫ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৫.২৭ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২২.৮৮ শতাংশ মানুষ। ভারতে নিত্যদিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে কোভিড-১৯ নমুনা পরীক্ষা। ২৩ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩,৫৯,০২,১৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২৩ আগস্ট সারাদিনে ৬,০৯,৯১৭টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.