৬০-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯৫,৫৪২

মারণ করোনাভাইরাসের দৌরাত্ম্য অব্যাহত ভারতে। বাড়তে বাড়তে ভারতে ৬০-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬০,৭৪,৭০৩-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৩৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮২,১৭০ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৫,৫৪২ জন এবং মোট সংক্রমিত ৬০,৭৪,৭০৩ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫০,১৬,৫২১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬২ হাজার ৬৪০।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে,
৯৫,৫৪২ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৩ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৭০৮ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৪ জন, অসমে ৬৫৫ জন, বিহারে ৮৮৮ জনের, চন্ডীগড়ে ১৪৭ জন, ছত্তিশগড়ে ৮৪৮ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,২৩৫ জনের, গোয়া ৪০১ জন, গুজরাটে ৩,৪১৬ জনের, হরিয়ানায় ১,৩০৭ জনের, হিমাচল প্রদেশে ১৭৫ জনের, জম্মু-কাশ্মীরে ১,১৩২, জনের, ঝাড়খণ্ডে ৬৭৯ জনের, কর্ণাটকে ৮,৫৮২ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৬৭৭ জন, লাদাখে ৫৮ জন, মধ্যপ্রদেশে ২,২০৭ জন, মহারাষ্ট্রে ৩৫,৫৭১ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৬৪ জন, মেঘালয়ে ৪৩ জন, নাগাল্যান্ডে ১৬ জন, ওডিশায় ৭৯৭ জনের, পুদুচেরিতে ৫১৩ জন, পঞ্জাবে ৩,২৮৮ জন, রাজস্থানে ১,৪৪১ জনের, সিকিমে ৩৩ জন, তামিলনাড়ুতে ৯,৩১৩ জন, তেলেঙ্গানায় ১,১০৭ জন, ত্রিপুরায় ২৭৩ জন, উত্তরাখণ্ডে ৫৭৪ জন, উত্তর প্রদেশে ৫,৫৯৪ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৭৮১ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৭ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮২.৫৮ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৫.৮৫ শতাংশ রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.