করোনা-সংক্রমণ ৭০ লক্ষ ছুঁইছুঁই, ভারতে মৃত্যু বেড়ে ১,০৭,৪১৬

করোনাভাইরাসের দৌরাত্ম্য ভারতে বেড়েই চলেছে। বাড়তে বাড়তে ভারতে ৭০-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৬৯,৭৯,৪২৪-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯২৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৩,২৭২ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,০৭,৪১৬ জন এবং মোট সংক্রমিত ৬৯,৭৯,৪২৪ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫৯,৮৮,৮২৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৮৩ হাজার ১৮৫।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১,০৭,৪১৬ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৬,১৫৯ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ২৩ জন, অসমে ৮০২ জন, বিহারে ৯৩৪ জনের, চন্ডীগড়ে ১৮৮ জন, ছত্তিশগড়ে ১১৯৬ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৬৯২ জনের, গোয়া ৪৯১ জন, গুজরাটে ৩,৫৪৭ জনের, হরিয়ানায় ১,৫৬২ জনের, হিমাচল প্রদেশে ২৪৫ জনের, জম্মু-কাশ্মীরে ১,৩০৬ জনের, ঝাড়খণ্ডে ৭৮১ জনের, কর্ণাটকে ৯,৭৮৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৯৫৫ জন, লাদাখে ৬৩ জন, মধ্যপ্রদেশে ২,৫৭৪ জন, মহারাষ্ট্রে ৩৯,৭৩২ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৮৬ জন, মেঘালয়ে ৬১ জন, নাগাল্যান্ডে ১৭ জন, ওডিশায় ৯৯১ জনের, পুদুচেরিতে ৫৫৮ জন, পঞ্জাবে ৩,৭৭৩ জন, রাজস্থানে ১,৬২১ জনের, সিকিমে ৫৩ জন, তামিলনাড়ুতে ১,০১,২০ জন, তেলেঙ্গানায় ১,২১৭ জন, ত্রিপুরায় ৩১৩ জন, উত্তরাখণ্ডে ৭১৬ জন, উত্তর প্রদেশে ৬,২৯৩ জন এবং পশ্চিমবঙ্গে ৫,৫০১ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৪ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৮৫.৮১ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ১২.৬৫ শতাংশ মানুষ।

ভারতে ৮.৫৭ কোটি করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৮৫.৮১ শতাংশ

বাড়তে বাড়তে ভারতে ৮.৫৭ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮,৫৭,৯৮,৬৯৮-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১১.৬৪ লক্ষের বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৯ অক্টোবর (শুক্রবার সারা দিনে) ভারতে ১১,৬৪,০১৮টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ৮,৫৭,৯৮,৬৯৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.