৫৭-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৯১,১৪৯

সুস্থতার সংখ্যা ক্রমাগত স্বস্তি দিলেও, মারণ করোনাভাইরাসের দৌরাত্ম্যে নাজেহাল ভারত। ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বাড়তে বাড়তে ভারতে ৫৭-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৭,৩২,৫১৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,১২৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬,৫০৮ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৯১,১৪৯ জন এবং মোট সংক্রমিত ৫৭,৩২,৫১৯ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৬,৭৪,৯৮৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬৬ হাজার ৩৮২।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৯১,১৪৯ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৫,৫০৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ১৪ জন, অসমে ৫৯৭ জন, বিহারে ৮৭৪ জনের, চন্ডীগড়ে ১৪০ জন, ছত্তিশগড়ে ৭২৮ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,০৮৭ জনের, গোয়া ৩৭৬ জন, গুজরাটে ৩,৩৬৭ জনের, হরিয়ানায় ১,২৩৩ জনের, হিমাচল প্রদেশে ১৪০ জনের, জম্মু-কাশ্মীরে ১,০৬২, জনের, ঝাড়খণ্ডে ৬৪৮ জনের, কর্ণাটকে ৮,২৬৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৫৯২ জন, লাদাখে ৫১ জন, মধ্যপ্রদেশে ২,০৭৭ জন, মহারাষ্ট্রে ৩৩,৮৮৬ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৬২ জন, মেঘালয়ে ৪২ জন, নাগাল্যান্ডে ১৬ জন, ওডিশায় ৭৩৬ জনের, পুদুচেরিতে ৪৮১ জন, পঞ্জাবে ২,৯৯০ জন, রাজস্থানে ১,৩৮২ জনের, সিকিমে ৩০ জন, তামিলনাড়ুতে ৯,০১০ জন, তেলেঙ্গানায় ১,০৭০ জন, ত্রিপুরায় ২৬০ জন, উত্তরাখণ্ডে ৫২৯ জন, উত্তর প্রদেশে ৫,২৯৯ জন এবং পশ্চিমবঙ্গে ৪,৫৪৪ জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৯ শতাংশ রোগীর, সুস্থ হয়েছেন ৮১.৫৫ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১৬.৮৬ শতাংশ রোগী।
২৪ ঘন্টায় ১১.৫৬ লক্ষ, ভারতে ৬.৭৪ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট  
দ্রুততার সঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৬.৭৪ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। একইসঙ্গে ভারতে ফের অনেকটাই বাড়ল দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১১,৫৬,৫৬৯টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত দেশে ৬,৭৪,৩৬,০৩১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় (বুধবার সারাদিনে) ভারতে ১১,৫৬,৫৬৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৬,৭৪,৩৬,০৩১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১১,৫৬,৫৬৯টি টেস্ট হলেও, এই সময়ে নতুন আক্রান্তের সংখ্যা ৮৬,৫০৮। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.