কোভিড-১৯ সংক্রমণে ফের রেকর্ড ভারতে, একলাফে অনেকটাই বাড়ল মৃত্যুর সংখ্যা। বাড়তে বাড়তে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৯,০৫,৮২৪-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৮,৮৯৮ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৪,৮৪৯ জন এবং মোট সংক্রমিত ২৯,০৫,৮২৪ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২১,৫৮,৯৪৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৯২ হাজার ০২৮।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৫৪,৮৪৯ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩১ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৩,০০১ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৫ জন, অসমে ২২১ জন, বিহারে ৪৯২ জনের, চন্ডীগড়ে ৩১ জন, ছত্তিশগড়ে ১৬৮ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,২৫৭ জনের, গোয়া ১২৬ জন, গুজরাটে ২,৮৫৩ জনের, হরিয়ানায় ৫৭৮ জনের, হিমাচল প্রদেশে ২৩ জনের, জম্মু-কাশ্মীরে ৫৭৮ জনের, ঝাড়খণ্ডে ২৮৬ জনের, কর্ণাটকে ৪,৪২৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৯১ জন, লাদাখে ১৮ জন, মধ্যপ্রদেশে ১,১৭১ জন, মহারাষ্ট্রে ২১,৩৫৯ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১৮ জন, মেঘালয়ে ৬ জন, নাগাল্যান্ডে ৮ জন, ওডিশায় ৩৮০ জনের, পুদুচেরিতে ১৩৭ জন, পঞ্জাবে ৯৫৭ জন, রাজস্থানে ৯২১ জনের, সিকিমে ৩ জন, তামিলনাড়ুতে ৬,২৩৯ জন, তেলেঙ্গানায় ৭৩৭ জন, ত্রিপুরায় ৬৯ জন, উত্তরাখণ্ডে ১৮৭ জন, উত্তর প্রদেশে ২,৭৩৩ জন এবং পশ্চিমবঙ্গে ২,৬৩৪ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৮৯ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৪.৩০ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৩.৮২ শতাংশ মানুষ। কোভিড-১৯ ভাইরাসকে ঠেকাতে ও সংক্রমণের গতিবিধি বুঝতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ২০ আগস্ট পর্যন্ত ভারতে মোট ৩,৩৪,৬৭,২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ২০ আগস্ট ৮,০৫,৯৮৫টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
2020-08-21