৪০ লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৬৯,৫৬১

ভারতে কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ থামছেই না। বাড়তে বাড়তে ভারতে ৪০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৪০,২৩,১৭৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০৮৯ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬,৪৩২ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৯,৫৬১ জন এবং মোট সংক্রমিত ৪০,২৩,১৭৯ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩১,০৭,২২৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৪৬ হাজার ৩৯৫।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৬৯,৫৬১ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৪৯ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৪,২৭৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৭ জন, অসমে ৩৪৫ জন, বিহারে ৭০১ জনের, চন্ডীগড়ে ৬৮ জন, ছত্তিশগড়ে ৩৩৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,৫১৩ জনের, গোয়া ২২০ জন, গুজরাটে ৩,০৭৬ জনের, হরিয়ানায় ৭৫৯ জনের, হিমাচল প্রদেশে ৫০ জনের, জম্মু-কাশ্মীরে ৭৫৫ জনের, ঝাড়খণ্ডে ৪৪৭ জনের, কর্ণাটকে ৬,১৭০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩২৬ জন, লাদাখে ৩৫ জন, মধ্যপ্রদেশে ১,৫১৩ জন, মহারাষ্ট্রে ২৫,৯৬৪ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৩৫ জন, মেঘালয়ে ১৪ জন, নাগাল্যান্ডে ১০ জন, ওডিশায় ৫৩১ জনের, পুদুচেরিতে ২৮০ জন, পঞ্জাবে ১,৭৩৯ জন, রাজস্থানে ১,১০৮ জনের, সিকিমে ৫ জন, তামিলনাড়ুতে ৭,৬৮৭ জন, তেলেঙ্গানায় ৮৭৭ জন, ত্রিপুরায় ১৩৬ জন, উত্তরাখণ্ডে ৩১২ জন, উত্তর প্রদেশে ৩,৭৬২ জন এবং পশ্চিমবঙ্গে ৩,৪৫২ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৭৩ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭৭.২৩ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২১.০৪ শতাংশ মানুষ। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু-এই সমস্ত রাজ্যগুলির করোনা-পরিস্থিতি ভাবিয়ে তুলছে। 
২৪ ঘন্টায় ১০.৫৯ লক্ষ, ভারতে ৪.৭৭ কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট
দৈনিক কোভিড-১৯ পরীক্ষায় ফের সর্বোচ্চ বৃদ্ধি ভারতে। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০,৫৯,৩৪৬টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। একইসঙ্গে বাড়তে বাড়তে ভারতে ৪.৭৭ কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, এযাবৎ দেশে ৪,৭৭,৩৮,৪৯১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০,৫৯,৩৪৬টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ৪,৭৭,৩৮,৪৯১টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.