২৪ লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ৪৮,০৪০

কোভিড-১৯ সংক্রমণে ফের রেকর্ড ভারতে, একলাফে অনেকটাই বাড়ল মৃত্যুর সংখ্যা। বাড়তে বাড়তে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৪,৬১,১৯১-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ১,০০৭ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬৪,৫৫৩ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮,০৪০ জন এবং মোট সংক্রমিত ২৪,৬১,১৯১ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৭,৫১,৫৫৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ৬১ হাজার ৫৯৫।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৪৮,০৪০ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২২ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ২,৩৭৮ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৪ জন, অসমে ১৬৯ জন, বিহারে ৪২৬ জনের, চন্ডীগড়ে ২৭ জন, ছত্তিশগড়ে ১১৪ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,১৬৭ জনের, গোয়া ৯১ জন, গুজরাটে ২,৭৩১ জনের, হরিয়ানায় ৫১১ জনের, হিমাচল প্রদেশে ১৯ জনের, জম্মু-কাশ্মীরে ৫০৯ জনের, ঝাড়খণ্ডে ২০৯ জনের, কর্ণাটকে ৩,৬১৩ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১২৯ জন, লাদাখে ৯ জন, মধ্যপ্রদেশে ১,০৬৫ জন, মহারাষ্ট্রে ১৯,০৬৩ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১৩ জন, মেঘালয়ে ৬ জন, নাগাল্যান্ডে ৮ জন, ওডিশায় ৩১৪ জনের, পুদুচেরিতে ১০২ জন, পঞ্জাবে ৭০৬ জন, রাজস্থানে ৮৩৩ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৫,৩৯৭ জন, তেলেঙ্গানায় ৬৭৪ জন, ত্রিপুরায় ৪৬ জন, উত্তরাখণ্ডে ১৪৩ জন, উত্তর প্রদেশে ২,২৮০ জন এবং পশ্চিমবঙ্গে ২,২৫৯ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৯৫ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৭১.১৭ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৬.৮৮ শতাংশ মানুষ। কোভিড-১৯ ভাইরাসকে ঠেকাতে ও সংক্রমণের গতিবিধি বুঝতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ১৩ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,৭৬,৯৪,৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ১৩ আগস্ট ৮,৪৮,৭২৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর আগে বুধবার সারা দিনে ৮,৩০,৩৯১টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.