করোনা-সংক্রমণের নিরিখে ব্রিটেনকে ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছে ভারত, তারপরও ফের নতুন রেকর্ড গড়ল ভারত। বৃদ্ধির ধারা অব্যাহত রেখে শনিবার ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১,৪৫৮ জন, আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছেবিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ৩৮৬ জন করোনা-সংক্রমিত রোগীর। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৮,৮৮৪ এবং সংক্রমিত ৩,০৮,৯৯৩ জন। সুস্থও হয়ে উঠছেন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত রোগীরা। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,৫৪,৩৩০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩,০৮,৯৯৩ জন (সক্রিয় করোনা রোগী ১,৪৫,৭৭৯)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৮৮৪। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১,৫৪,৩৩০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৮,৮৮৪ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৮০ জনের মৃত্যু হয়েছে, অসমে ৮ জনের, বিহারে ৩৬ জনের, চন্ডীগড়ে ৫ জন, ছত্তিশগড়ে ৬ জন, দিল্লিতে ১২১৪ জনের, গুজরাটে ১৪১৪ জনের, হরিয়ানায় ৭০ জনের, হিমাচল প্রদেশে ৬ জনের, জম্মু-কাশ্মীরে ৫৩ জনের, ঝাড়খণ্ডে ৮ জনের, কর্ণাটকে ৭৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১৯ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪৪০ জন, মহারাষ্ট্রে ৩,৭১৭ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১০ জনের, পুদুচেরিতে দু’জন, পঞ্জাবে ৬৩ জন, রাজস্থানে ২৭২ জনের, তামিলনাড়ুতে ৩৬৭ জন, তেলেঙ্গানায় ১৭৪ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ২১ জন, উত্তর প্রদেশে ৩৬৫ জন এবং পশ্চিমবঙ্গে ৪৫১ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.