থামছে না সংক্রমণ, দেশে করোনায় আক্রান্ত বেড়ে ৭২২, মৃত ১৮

বেড়েই চলেছে সংক্রমণ। কিছুতেই নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না মারণ ভাইরাস করোনাকে। শুক্রবার সকাল পর্যন্ত দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২২। মারণ ভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত দেশে ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে।

দেশজুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ শুক্রবার সকাল পর্যন্ত কেরলে। সেখানে করোনায় ১৩৮ জন আক্রান্ত হয়েছেন। আইসোলেশন রেখে তাদের চিকিৎসা চলছে। কেরলের পর মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ। শুক্রবার সকাল পর্যন্ত মহারাষ্ট্রে ১৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা থাবা বসিয়েছে পঞ্জাবেও। সেখানে দিনমজুরদের শুকনো খাবার বিলি করা শুরু করেছে প্রশাসন। শুক্রবার সকাল পর্যন্ত পঞ্জাবে ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন. দিল্লিতে এখন পর্যন্ত ৩৬ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। একইভাবে জম্মু-কাশ্মীরে ১৪ জন, লাদাখে ১৩ জন, রাজস্থানে ৪৩ জন, উত্তরপ্রদেশে ৪৩ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

আক্রমণ ছড়িয়েছে ছত্রিশগড়েও। শুক্রবার সকাল পর্যন্ত সে রাজ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কর্নাটকে ৫৫ জন, হরিয়ানাতে ২১ জন হিমাচল প্রদেশে এখন পর্যন্ত চারজন করোনা আক্রান্ত হয়েছেন. শুক্রবার সকাল পর্যন্ত গুজরাতে ৪৩ জন, উত্তরপ্রদেশে চারজন, ওড়িশায় তিনজন, তামিলনাড়ুতে ২৯ জন এবং তেলেঙ্গানায় ৪৩ জন করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.