মারণ কোভিড-১৯ (Covid-19) ভাইরাসের প্রকোপে এমনিতেই নাজেহাল অসম (Assam), বিহার এবং উত্তর প্রদেশ (Bihar and Uttar Pradesh)। করোনা-প্রকোপের মধ্যেই বন্যা পরিস্থিতি চিন্তা আরও বাড়িয়েছে। বন্যা এবং করোনার কবলে থাকা অসম, বিহার এবং উত্তর প্রদেশের জনগণের জন্য রাষ্ট্রপতি ভবন থেকে ত্রাণ সামগ্রী পাঠালেন রাষ্ট্রাপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে পতাকা নেড়ে, রেড ক্রস ত্রাণ সামগ্রী বন্যা ও করোনায় বিধ্বস্ত অসম, বিহার এবং উত্তর প্রদেশের জনগণের জন্য পাঠিয়েছেন রাষ্ট্রপতি। সেই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান। ন’টি ট্রাকে করে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বন্যা ও করোনায় বিধ্বস্ত অসম, বিহার এবং উত্তর প্রদেশে। ভারতীয় রেড ক্রস সোসাইটির সাধারণ সম্পাদক আর কে জৈন জানিয়েছেন, দিল্লি থেকে এই ত্রাণ সামগ্রী ট্রেনের মাধ্যমে অসম, বিহার ও উত্তর প্রদেশের দুর্গত মানুষদের কাছে পাঠানো হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, অস্থায়ী তাঁবু, শাড়ি, ধুতি, কম্বল, রান্না করার সামগ্রী, বালতি এবং ওয়াটার পিউরিফায়ার। এছাড়াও সার্জিক্যাল মাস্ক, পিপিই কিট প্রভৃতি পাঠানো হয়েছে|
2020-07-24