মেয়াদ বৃদ্ধির পর ভারতে লকডাউন শেষ হতে সপ্তাহখানেক বাকি। কিন্তু, মারণ কোভিড-১৯ (Covid-19) ভাইরাসের হানা ঠেকানোই যাচ্ছে না। ভারতে কোভিড-১৯ ভাইরাসে ফের বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সোমবার সকাল আটটার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ২৭ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। ইতিমধ্যেই ভারতে মৃত্যু হয়েছে ৮৭২ জনের। করোনাকে পরাজিত করে ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৬,১৮৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১,৩৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৮ জনের। সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২৭,৮৯২ জন (সক্রিয় করোনা রোগী ২০,৮৩৫)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭২। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬,১৮৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৮৭২ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে দু’জনের, দিল্লিতে ৫৪ জনের, গুজরাটে ১৫১ জনের, হরিয়ানায় ৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৬ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ১৯ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ১০৩ জন, মহারাষ্ট্রে ৩৪২ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৮ জন, রাজস্থানে ৩৩ জনের, তামিলনাড়ুতে ২৪ জন, তেলেঙ্গানায় ২৬ জন, উত্তর প্রদেশে ২৯ জন এবং পশ্চিমবঙ্গে ২০ জন প্রাণ হারিয়েছেন।
ভারতের (India) বিভিন্ন রাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে সর্বাগ্রে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮,০৬৮, দিল্লিতে ২,৯১৮, তামিলনাড়ুতে ১৮৮৫, অন্ধ্রপ্রদেশে ১০৯৭ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৬ জন, বিহারে ২৭৪ জন, চন্ডীগড়ে ৩০ জন, ছত্তিশগড়ে ৩৭ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৩,৩০১ জন, হরিয়ানায় ২৮৯ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, জম্মু-কাশ্মীরে ৫২৩ জন, ঝাড়খণ্ডে ৮২ জন, কেরলে ৪৫৮, কর্ণাটকে সংক্রমিত ৫০৩ জন, লাদাখে ২০ জন, মধ্যপ্রদেশে ২০৯৬ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ১০৩ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ৩১৩ জন, রাজস্থানে ২১৮৫ জন, তেলেঙ্গানায় ১০০২ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৫০ জন, উত্তর প্রদেশে ১৮৬৮ এবং পশ্চিমবঙ্গে ৬৪৯ জন।