ভারতে (India) কোভিড-১৯ (Covid-19) নভেল করোনাভাইরাসে (Novel coronavirus) আক্রান্ত হয়ে ফের বাড়ল মৃত্যুর সংখ্যা, এক ধাক্কায় অনেকটাই বাড়ল সংক্রমিতের সংখ্যাও। বৃহস্পতিবার সকাল আটটার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। ইতিমধ্যেই ভারতে মৃত্যু হয়েছে ১০৭৪ জনের। করোনাকে পরাজিত করে ভারতে সুস্থ হয়ে উঠেছেন ৮,৩২৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১,৭১৮ জন এবং মৃত্যু হয়েছে ৬৭ জনের।বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩৩,০৫০ জন (সক্রিয় করোনা রোগী ২৩,৬৫১)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৭৪। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৮,৩২৫ জন


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১০৭৪ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে দু’জনের, দিল্লিতে ৫৬ জনের, গুজরাটে ১৯৭ জনের, হরিয়ানায় ৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৮ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ২১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ১২৯ জন, মহারাষ্ট্রে ৪৩২ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৯ জন, রাজস্থানে ৫১ জনের, তামিলনাড়ুতে ২৭ জন, তেলেঙ্গানায় ২৬ জন, উত্তর প্রদেশে ৩৯ জন এবং পশ্চিমবঙ্গে ২২ জন প্রাণ হারিয়েছেন।
করোনা-আক্রান্তের নিরিখে এখনও সর্বাগ্রে মহারাষ্ট্রই। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯,৯১৫, দিল্লিতে ৩,৪৩৯, তামিলনাড়ুতে ২,১৬২, অন্ধ্রপ্রদেশে ১,৩৩২ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৮ জন, বিহারে ৩৯২ জন, চন্ডীগড়ে ৫৬ জন, ছত্তিশগড়ে ৩৮ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৪,০৮২ জন, হরিয়ানায় ৩১০ জন, হিমাচল প্রদেশে ৪০ জন, জম্মু-কাশ্মীরে ৫৮১ জন, ঝাড়খণ্ডে ১০৭ জন, কেরলে ৪৯৫, কর্ণাটকে সংক্রমিত ৫৩৫ জন, লাদাখে ২২ জন, মধ্যপ্রদেশে ২৫৬১ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ১২৫ জন, পুদুচেরিতে ৮ জন, পঞ্জাবে ৩৫৭ জন, রাজস্থানে ২,৪৩৮ জন, তেলেঙ্গানায় ১,০১২ জন, ত্রিপুরায় দু’জন (দু’জনই সুস্থ), উত্তরাখণ্ডে ৫৫ জন, উত্তর প্রদেশে ২,১৩৪ এবং পশ্চিমবঙ্গে ৭৫৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.