৫০ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ৬৪০ জনের, আক্রান্ত ১৯,৯৮৪

ভারতে (India) করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বুধবার সকাল আটটার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেল, আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই। ইতিমধ্যেই ভারতে মৃত্যু হয়েছে ৬৪০ জনের। স্বস্তির বিষয় হল, করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৮৭০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৩৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৫০ জনের। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৯,৯৮৪ জন (সক্রিয় করোনা রোগী ১৫,৪৭৪)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪০। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৩,৮৭০ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৬৪০ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ২২ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে দু’জনের, দিল্লিতে ৪৭ জনের, গুজরাটে ৯০ জনের, হরিয়ানায় ৩ জনের, হিমাচল প্রদেশে একজনের, জম্মু-কাশ্মীরে ৫ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ১৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৩ জন, মধ্যপ্রদেশে ৭৬ জন, মহারাষ্ট্রে ২৫১ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় একজনের, পঞ্জাবে ১৬ জন, রাজস্থানে ২৫ জনের, তামিলনাড়ুতে ১৮ জন, তেলেঙ্গানায় ২৩ জন, উত্তর প্রদেশে ২০ জন এবং পশ্চিমবঙ্গে ১৫ জন প্রাণ হারিয়েছেন।


দেশের অন্যান্য রাজ্যে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও, মহারাষ্ট্রে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যামহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫২১৮, দিল্লিতে ২,১৫৬, তামিলনাড়ুতে ১,৫৯৬, কেরলে ৪২৭, কর্ণাটকে সংক্রমিত ৪১৮ জন। অন্ধ্রপ্রদেশে ৭৫৭ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৬ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৩৫ জন, বিহারে ১২৬ জন, চন্ডীগড়ে ২৭ জন, ছত্তিশগড়ে ৩৬ জন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ২১৭৮ জন, হরিয়ানায় ২৫৪ জন, হিমাচল প্রদেশে ৩৯ জন, জম্মু-কাশ্মীরে ৩৮০ জন, ঝাড়খণ্ডে ৪৫ জন, লাদাখে ১৮ জন, মধ্যপ্রদেশে ১৫৫২ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১১ জন, মিজোরামে একজন, ওডিশায় ৭৯ জন, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ২৪৫ জন, রাজস্থানে ১৬৫৯ জন, তেলেঙ্গানায় ৯২৮ জন, ত্রিপুরায় দু’জন, উত্তরাখণ্ডে ৪৬ জন, উত্তর প্রদেশে ১২৯৪ এবং পশ্চিমবঙ্গে ৪২৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.