ভারতে দ্রুত হারে বাড়ছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ, মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ফের বাড়ল আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে (India) কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২৪১৫ এবং সংক্রমিত ৭৪,২৮১ জনইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ২৪,৩৮৬ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৫২৫ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭৪,২৮১ জন (সক্রিয় করোনা রোগী ৪৭,৪৮০)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪১৫। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২৪,৩৮৬ জন।


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ২৪১৫ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪৬ জনের মৃত্যু হয়েছে, অসমে দু’জনের, বিহারে ৬ জনের, চন্ডীগড়ে ৩ জন, দিল্লিতে ৮৬ জনের, গুজরাটে ৫৩৭ জনের, হরিয়ানায় ১১ জনের, হিমাচল প্রদেশে ২ জনের, জম্মু-কাশ্মীরে ১০ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৩১ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ২২৫ জন, মহারাষ্ট্রে ৯২১ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৩ জনের, পঞ্জাবে ৩২ জন, রাজস্থানে ১১৭ জনের, তামিলনাড়ুতে ৬১ জন, তেলেঙ্গানায় ৩২ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ৮২ জন এবং পশ্চিমবঙ্গে ১৯৮ জন প্রাণ হারিয়েছেন।


করোনা-প্রকোপে মহারাষ্ট্রের পরিস্থিতি এখন সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে বুধবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ২৪,৪২৭, দিল্লিতে ৭৬৩৯, তামিলনাড়ুতে ৮৭১৮, অন্ধ্রপ্রদেশে ২০৯০ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে একজন, অসমে ৬৫ জন, বিহারে ৮৩১ জন, চন্ডীগড়ে ১৮৭ জন, ছত্তিশগড়ে ৫৯ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৮৯০৩ জন, হরিয়ানায় ৭৮০ জন, হিমাচল প্রদেশে ৫৯ জন, জম্মু-কাশ্মীরে ৯৩৪ জন, ঝাড়খণ্ডে ১৭২ জন, কেরলে ৫২৪, কর্ণাটকে সংক্রমিত ৯২৫ জন, লাদাখে ৪২ জন, মধ্যপ্রদেশে ৩৯৮৬ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১৩ জন, মিজোরামে একজন, ওডিশায় ৪৩৭ জন, পুদুচেরিতে ১৩ জন, পঞ্জাবে ১৯১৪ জন, রাজস্থানে ৪১২৬ জন, তেলেঙ্গানায় ১৩২৬ জন, ত্রিপুরায় ১৫৪ জন, উত্তরাখণ্ডে ৬৯ জন, উত্তর প্রদেশে ৩৬৬৪ এবং পশ্চিমবঙ্গে ২১৭৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.