রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শুক্রবার জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনমোহন বৈদ্য বলেছেন, সংস্থাটি COVID-19 মহামারী চলাকালীন প্রায় 73 লক্ষ মানুষকে রেশন কিট এবং 45 লক্ষ লোককে খাবারের প্যাকেট বিতরণ করেছে।
বৈদ্য বেঙ্গালুরুতে চেন্নেনহাল্লিতে আয়োজিত আরএসএস আখিল ভারতীয় প্রতিনিধি সভা (এবিপিএস)-এ বক্তব্য রেখেছিলেন।
শুক্রবার আরএসএস প্রধান মোহন ভাগবত, মনমোহন বৈদ্য, এবং আরএসএসের অন্যান্য নেতারাও এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
বৈদ্য বলেন “করোনার সময় আরএসএস 73 লক্ষ মানুষকে রেশন কিট এবং 45 লক্ষ মানুষকে খাবারের প্যাকেট দিয়েছে। আমরা সারা দেশে মন্ডলগুলির দ্বারা অধিকাংশ অঞ্চল আচ্ছাদন করেছি। সংঘের নেটওয়ার্ক দ্রুত প্রসারিত হচ্ছে এবং আমাদের প্রচেষ্টা সকল মণ্ডলে পৌঁছানোর চেষ্টা করা হবে , আগামী তিন বছরে মধ্যে….” ।
তিনি আরও বলেন, “আমরা কোভিড-19 এর সময় 90 লক্ষ মুখোশ বিতরণ করেছি এবং 60,000 ইউনিটরও বেশি রক্ত দান করেছি। স্বয়ংসেবকরা এই সময়কালে 20 লাখেরও বেশি অভিবাসী কর্মী এবং প্রায় আড়াই লক্ষ যাযাবর মানুষকে সহায়তা করেছেন।”
আরএসএসের জাতীয় যুগ্ম সচিব বলেন, জনগণের মধ্যে আরএসএস সম্পর্কে জানার জন্য ক্রমবর্ধমান কৌতূহল রয়েছে। বৈদ্য বলেন, “সকলেই সংঘে যোগ দিতে পারে না ; তবে তারা এটি নিয়ে কাজ করতে আগ্রহী। আমরা বৈঠকে আলোচনা করব কীভাবে ‘শাখার সংখ্যা বাড়ানো যায় এবং তাদের ভূমিকা প্রসারিত করা যায়।”