কোভিড-১৯(covid-19)-এ আক্রান্ত হয়ে ভারতে(india) মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৯ জনের। উদ্বেগের ঘটনা এই যে গত ২৪ ঘন্টায় মোট ৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যাও এক লাফে বেড়েছে অনেকটাই। গত ২৪ ঘন্টায় ৬৯৩ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০৭৭ জন। এখন ৩৬৬৬ জনের মধ্যে করোনা ভাইরাস (Cooronavirus) অ্যাকটিভ রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৯১ জন।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে রাজ্যওয়াড়ি পরিসংখ্যানও দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যার বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল বাংলায় এখনও পর্যন্ত ৮০ জন কোভিড আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি এখন মহারাষ্ট্রে (Maharashtra)। সেখানে ৬৯০ জন কোভিড আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৫ জনের।