ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত সন্ত্রাসী এজি পেরারিভালানকে এশিয়ান কলেজ অফ জার্নালিজম একটি সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
চেন্নাইতে অবস্থিত এশিয়ান কলেজ অফ জার্নালিজম (এসিজে), মিডিয়া স্টাডিজের জন্য দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়। এটি সাংবাদিক শশী কুমারের নেতৃত্বে মিডিয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অধীনে আছে। The Hindu – র এন. রামও মিডিয়া ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি হিসাবে এখানে আছেন।
প্রজেক্ট 39 A, ন্যাশনাল ল ইউনিভার্সিটি দিল্লির একটি উদ্যোগ, যার এসিজে একটি অধ্যায়ও রয়েছে একটি বার্ষিক অতিথি বক্তৃতার আয়োজন করেছে এবং এর জন্য বিশেষ ক্ষমতা ব্যবহার করে সুপ্রিম কোর্ট দ্বারা মুক্তিপ্রাপ্ত দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দোষী সাব্যস্ত সন্ত্রাসীর বক্তৃতা যার শিরোনাম “বিচার অস্বীকার এবং একটি অসমাপ্ত অনুসন্ধান” 17 ডিসেম্বর 2022 এ কলেজের এমএস সুবুলক্ষ্মী অডিওটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একটি প্রিমিয়ার মিডিয়া প্রতিষ্ঠান দ্বারা প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রীকে হত্যার সাথে জড়িত একজন সন্ত্রাসীর প্ল্যাটফর্মিং সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।
প্রসঙ্গত , সোশ্যাল মিডিয়ায় অনেকেই দোষী সাব্যস্ত সন্ত্রাসীকে নির্দোষ বলে মহিমান্বিত করার নিন্দা করেছেন।