পশ্চিমবঙ্গ এগিয়েছে | বাংলার গর্ব মমতা (Mamta) প্রচারে মুখ ঢেকেছে গোটা রাজ্য | কিন্তু চিকিৎসায় গাফিলতির অভিযোগ কমছে না কোন ভাবেই | ঝাঁ চকচকে জেলা হাসপাতাল| অভিযোগ তাতে নেই কোন পরিষেবা | ডাক্তার নেই | যারা আছেন তারা অধিকাংশ সময় থাকেন না | তার চেয়ে বাইরে নিজেদের কোয়ার্টারে প্র্যাক্টিসেই বেশি আগ্রহ তাদের| এসব অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভের মাধ্যমে উগরে দিল রোগীর পরিজনেরা |
তাদের অভিযোগ তাদের রোগীর দেহে রক্তের প্রয়োজনীয়তা থাকলেও তা আমলই দেননি কর্তব্যরত ডাক্তার| পরিজনেরা রক্তের যোগান তারি রাখলেও তা জানায়নি হাসপাতাল | রক্তশূন্য হয়েই মৃত্যু হয় রোগীর ,অভিযোগ পরিজনেদের |
মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে জানা যায় গোঘাটের বালি এলাকার বাসিন্দা দিলীপ সরকার শরীর খারাপ নিয়ে আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিল ।
শনিবার দুপুরে মৃত্যু হয় ওই রুগীর। আত্মীয়দের অভিযোগ চিকিৎসার গাফিলতিতে রুগীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে রুগীর আত্মীয়রা ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন আরামবাগ (Arambagh) হাসপাতালের সামনে । খবর পেয়ে ছুটে যান আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে যান আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী। তার সামনেই পরিজনেরা সেই ডাক্তারের শাস্তির দাবি করেন | যদিও পুলিশি তৎপরতায় শান্ত হন বিক্ষোভকারীরা |