পর্যটক ভিসা নিয়ে ভারতে আসেন। কিন্তু দেশে পা রেখেই শুরু করেন ধর্মান্তকরণ। অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ করল অসম সরকার। ভিসা নিয়ম লঙ্ঘনের অভিযোগ সুইডেনের নাগরিক ৩ খ্রিস্টান মিশনারিকে গ্রেফতার করল অসম পুলিশ।
গ্রেফতার হওয়া তিন জন সুইডেনের নাগরিকরা হলেন হানা মিকায়েলা ব্লুম, মার্কাস আর্নে হেনরিক ব্লুম এবং সুজানা এলিজাবেথ হাকানাসন। ধৃতরা টুরিস্ট ভিসায় অসমে আসেন। কিন্তু ডিব্রুগড় জেলার নাহারকাটিয়া এলাকায় ধর্মান্তরনের কাজ করছিলেন।
জানা গিয়েছে, ওই তিন খ্রিস্টান মিশনারি ডিব্রুগড়ের বিভিন্ন চা বাগান এলাকায় ঘুরছিলেন। চা বাগানের শ্রমিকদের বাড়িতে গিয়ে খ্রিস্টান ধর্ম প্রচারের পাশাপাশি বাইবেল বিতরণ করা এবং অখ্রিস্টানদের হিলিং প্রোগ্রামে যেতে উৎসাহিত করছিলেন।
সেই খবর পাওয়ার পরই তাদের বিরুদ্ধে কেস দায়ের করে পুলিশ। পরে গ্রেফতার করা হয়। নামরূপের ডিএসপি নব কুমার বোরা বলেন, ‛ওই তিন জন সুইডেনের নাগরিক পর্যটক ভিসায় এসেছিলেন এবং ধর্মীয় সভায় বক্তব্য রাখছিলেন। ভিসা নিয়ম অনুযায়ী তাঁরা এটা করতে পারেন না। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।’
পরে পুলিশ ওই তিন জনকে আদালতে পেশ করে। আদালতের তরফে তাদেরকে সুইডেনে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে খুব শীঘ্রই ওই তিন খ্রিস্টান মিশনারীকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে।