প্রসঙ্গ কন্যাশ্রী গোত্রীয় জনকল্যাণ মূলক প্রকল্প

Neoliberal অর্থনীতিবীদদের সঙ্গে একমত হয়ে বলি, ভাবার সময় কি এখনও আসে নি যে কতটা “রিটার্ন” দেবে এই প্রকল্প ?? “রাজনীতি” নয়, “অর্থনীতির” দৃষ্টিকোণ থেকে বিচার করলে শেষটা “চূড়ান্ত অপচয়” বলে প্রমাণ হবে না তো ???

জনকল্যাণের এই ধুম নিয়ে বাম-ডান সব চুপ থাকবে জানি : কিন্তু বিশুদ্ধ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভাবলে এটি আরেকটি গিমিক, ভোট মোহিনী প্রকল্প : the result is immense wastage of public money..

যাক, ডান-বাম সব সামনে/ পিছনে গালি দেওয়া শুরু করুন: আমি হায়েকের মহাভক্তদের একজন: এই অর্থহীন কেনসীয়-সেনীয় জনকল্যাণমূলক অর্থনীতিতে আমার কোনো কালে বিশ্বাস নেই। Keynesকে ব্যবহার করার বদলে misuse করার ভয়ানক প্রবণতা দেখে এই বিশ্বাস আরো কমে দিন দিন।

মেয়েটির এক্যাউন্টে টাকাটা তো ঢুকল: কিন্তু এই পিতৃতান্ত্রিক সমাজে টাকাটা শেষ পর্যন্ত মেয়েটির “হক”/ কন্ট্রোলে থাকছে তো?? না কি “বিবাহ পন” -এর জন্য মূলত তার ব্যবহার?

রাষ্ট্রের কাজ কি আমার কঠিন পরিশ্রমের টাকা দিয়ে বিবাহের ব্যবস্থা সুনিশ্চিত করা?
অনুসন্ধান ও গবেষণা , আরও অপচয়ের আগে, এখনি শুরু হোক ।

জনগণকে জনগণের টাকাতেই “ভাতা” নামক এক প্রকার ঘুস দিয়ে জনগণের ভোট নিজের দিকে আনা নিশ্চিত যায়; জনকল্যাণ হয় কী? না কী, তার জন্য প্রকৃত empowerment এর কথা ভাবতে হয়?

[প্রসঙ্গ হয়তো কন্যাশ্রী; কিন্তু এই প্রশ্ন এবার সব রাজনৈতিক দলকে করা দরকার।]

By Arijit Bhattacharya ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.