প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কুখ্যাত জঙ্গিদের তুলনা টেনে জনতার রোষে পড়লেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা৷ শনিবার কং মুখপাত্র পবন খেরা সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির কনক্লেভে হাজির হন৷ সেখানে মোদী বিরোধীতায় তাঁর সঙ্গে মাসুদ আজহার, ওসামা বিন লাদেন, দাউদের তুলনা করেন৷ তখনই কনক্লেভে উপস্থিত জনতা ক্ষোভে ফেটে পড়েন৷ শেম শেম রব তোলেন তারা৷

লোকসভা ভোটের মুখে বিভিন্ন টিভি চ্যানেলে রাজনৈতিক নেতাদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনামূলক অনুষ্ঠান৷ ইন্ডিয়া টিভিতে শুরু হয় বন্দেমাতরম কনক্লেভ৷ এদিন সেই কনক্লেভে বিজেপির তরফে হাজির হন দলের মুখপাত্র সম্বিত পাত্র৷ সেই সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্বেষমূলক ও অপমানজনক মন্তব্যটি করে বসেন পবন খেরা৷

সঙ্গে সঙ্গে শো’তে উপস্থিত জনতা খেরার মন্তব্যের প্রতিবাদ জানাতে শুরু করেন৷ শেম শেম রব তুলে দেন৷ এমনকী তারা কং মুখপাত্রের কাছে ক্ষমাও দাবি করেন৷ বিজেপি মুখপাত্রও পবন খেরার মন্তব্যের প্রবল নিন্দা করেন৷ বলেন, ‘‘দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারেন না৷ আপনার ক্ষমা চাওয়া উচিত৷’’ তবে খেরা তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাননি৷

এই প্রথম নয়৷ এর আগেও কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ান৷ ২০১৭ সালে গুজরাত বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার প্রধানমন্ত্রীকে ‘নিচ আদমি’ বলেছিলেন৷ এই মন্তব্যের জন্য আইয়ারকে দল থেকে বহিস্কার করা হয়৷ পরে আবার তাঁকে কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.