দল থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করল কংগ্রেসের প্রায় ১০০ নেতা। দলের সভাপতি পদে রাহুল গাঁধী ফিরে না এলে, তাঁরাও দলে থাকবেন না বলে জানিয়ে দিলেন। শুক্রবার এই মর্মে দেশের বিভিন্ন রাজ্য থেকে ছোটবড় প্রায় ১০০ নেতা ইস্তফা দেওয়ার কথা জানায় দলকে।
এই তালিকায় রয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক বাবরিয়া, গোয়ার প্রদেশ সভাপতি গিরিশ চোধানকার, তেলেঙ্গানার কার্যকরী সভাপতি পুনম প্রভাকর, দিল্লির কার্যকরী সভাপতি রাজেশ লিলথিয়া এবং জাতীয় কংগ্রেসের যুব সহসভাপতি ভিবি শ্রীনিবাস।
এছাড়া ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ জোশী, বীরেন্দ্র রাঠৌর, অনিল চৌধুরী, রাজেশ ধর্মানী, বিদেশ বিষয়ক সম্পাদক বীরেন্দ্র ভাসিস্ত এবং মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিতা ডি’সুজা। এর আগে বৃহস্পতিবার রাত্রে রাজ্যসভার সাংসদ বিবেক থানকার টুইট করে ইস্তফা দেওয়ার কথা জানান।
লোকসভায় ৫৪৩ টি আসনের মধ্যে কংগ্রেস মাত্র ৫২টি আসন পায়। যা নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েন খোদ দলের সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেসের পরিবারতন্ত্রের উপর অনেকে আঙুল তোলায়, সভাপতি পদ থেকে নিজেকে সরিয়ে নিতে চান রাহুল। তাই ২৫ মে থেকে দলের কোনো ব্যাপারে নিজের সিদ্ধান্ত তিনি জানাননি। এমনকি দু’একজন নেতা ছাড়া দলের কারোর সাথে দেখা পর্যন্ত করতে চাননি।